গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

|

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এ দুর্ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রযুক্তিগত ত্রুটিতে নয়, মানুষের ভুলের কারণেই দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনা ঘটেছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

দুটি ট্রেন একই ট্র্যাকে কেন চলছিল তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হয়েছে স্টেশন মাস্টারের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে প্রযুক্তিগত ভুল বলে দাবি করেন তিনি।

ট্রেড ইউনিয়নের নেতারা বলছেন, লোকবল সংকট, সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি, বহু পুরোনো প্রযুক্তি ব্যবহারসহ একাধিক বিষয় জড়িত ছিল এই দুর্ঘটনার পেছনে।

উল্লেখ্য, গত মঙ্গলবার শেষ রাতের দিকে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যাওয়া বগি থেকে ছড়িয়ে পড়ে আগুন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply