দেশে আনা হলো দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশির মরদেহ

|

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ বহনকারী বিমান অবতরণ করে।

দাগনভূঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারগুলোর সাথে কথা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকালে তাদের নিজ নিজ বাড়িতে জানাযা শেষে দাফন করা হবে।

যাদের মরদেহ দেশে এসেছে তারা হলেন, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন, দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের রাজু আহমেদ, একই উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোস্তফা কামাল এবং সোনাগাজী উপজেলার চরমজলিশপুর গ্রামের আবুল হোসেন।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি সকালে দক্ষিণ আফ্রিকার নবিউফোর্ট ওয়েস্ট শহরে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হন। এদের মধ্যে ১০ বছরের শিশু নাদিম হাসানের মরদেহ ওই দেশেই দাফন করা হয়েছে। নিহতদের মধ্যে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের আনিসুল হক মিলন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর ২৭ ফেব্রুয়ারি মারা যান। ফলে তার লাশ আসতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply