পশ্চিম তীরের অবরোধ তুলে নিলো ইসরায়েল

|

ছবি : সংগৃহীত

তিনদিন পর পশ্চিম তীরের জেরিকো শহর থেকে অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। বুধবার (১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে মাহমুদ জামাল হাসান হামদান এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে দখলদাররা। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরায়েলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শহর জেরিকো অবরোধ করে রাখে ইহুদি সেনারা। পরে বুধবার মাহমুদ জামালকে গুলি করার পর প্রতিশোধ নেয়ার দাবি করে তারা।

ইসরায়েলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা নিশ্চিত হওয়ায় অবরোধ সরিয়ে ফেলা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার আহত হয়ে বৃহস্পতিবার মারা যায় মাহমুদ জামাল। তাকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। পরে দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরায়েলি বসতি স্থাপন করে। অন্যদিকে ফিলিস্তিনিরা ভূখণ্ডটিকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে চায়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply