দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ

|

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে রাজধানীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরা ও সাইন্সল্যাবে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা বাস ভাঙচুর করে। সড়কে যানজট দেখা যায়। পরে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ করে দেয়।

উত্তরার জসিম উদ্দিনে এখনও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। বিক্ষোভ করে হত্যার ন্যায় বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। ৯ দফা দাবি না মানলে তারা সড়ক ছাড়বেন না বলে জানান।

এর আগে সকালে, দুই সহপাঠী নিহতের ঘটনার প্রতিবাদে বিমানবন্দর সড়কে বিক্ষোভের চেষ্টা করে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে একদল শিক্ষার্থী বিমানবন্দর সড়কে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়।

বিমানবন্দর সড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সড়কের এমইএস ও কুর্মিটোলায় অবস্থান নেয়।

এদিকে হত্যাকারীদের বিচারের দাবিতে সকালে ফার্মগেটে রাস্তা অবরোধ ও মিছিল করে ‘সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply