দুই বছর পর ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’

|

করোনার কারণে মাঝের দুই বছর হয়নি ‘জয় বাংলা কনসার্ট’। নতুন খবর হলো, আগামী ৮ মার্চ সেই চিরচেনা ভেন্যুতেই বসতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মিউজিক্যাল ইভেন্ট। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এ কনসার্ট।

জানা গেছে, এবার মোট নয়টি ব্যান্ড পারফর্ম করবে জয় বাংলা কনসার্টে।। ৮ মার্চ নারী দিবস তাই কনসার্টে এটিও উদযাপন করা হবে। নারীদের জন্য থাকবে আলাদা কর্ণার। দুপুর ১২টায় কনসার্টের গেট খুলে দেয়া হবে। এর এক ঘণ্টা পর শুরু হবে পারফর্মেন্স। আর, কনসার্ট শেষ হবে রাত সাড়ে ১০টায়।

তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা এ কনসার্টের মূল উদ্যোক্তা। এবারের ‘জয় বাংলা কনসার্ট ২০২৩’ মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply