তীব্র দাবদাহে পুড়ছে আর্জেন্টিনা

|

তীব্র দাবদাহে অসহনীয় হয়ে উঠেছে আর্জেন্টিনার জনজীবন। বৃহস্পতিবার (২ মার্চ) দেশটির রাজধানীর বুয়েনস আইরেসে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে দেশটির আবহাওয়া দফতর। খবর রয়টর্সের।

পূর্বাভাস দেয়া হয়েছে, বেশ কয়েকটি শহরে অনুভূত হতে পারে সর্বোচ্চ ৪১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। প্রচন্ড গরমে শোচনীয় অবস্থা সেখানকার বাসিন্দা ও পর্যটকদের। সূর্যের প্রখর রোদ থেকে বাঁচতে ঘরেই অবস্থান করছেন তারা। পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করছেন।

এদিকে হোটেলগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও আবহাওয়ার বিরূপ আচরণে সেগুলোও কাজ করছে না ঠিকমতো। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। গেলো দু’দিন বিদ্যুৎহীন ছিল বেশ কিছু স্থাপনা। কর্তৃপক্ষ বলছে, এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply