এখনও নিয়ন্ত্রণে আসেনি কিউবার দাবানল, প্রতিনিয়তই পুড়ছে বনভূমি-ফসলী জমি

|

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত কিউবার পূর্বাঞ্চলের বনভূমি। প্রায় দু’সপ্তাহের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি দেশটির দমকল বাহিনী। ফলে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল, ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২ মার্চ) আগুন নেভানোর কাজে নিযুক্ত করা হয়েছে অতিরিক্ত বিমান ও প্রতিরক্ষা বাহিনী। ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলগুইন প্রদেশ। পুড়ে গেছে কফি উৎপাদনের বিশাল ফসলী জমিও।

কর্তৃপক্ষ জানায়, আগুনে পুড়ে গেছে দুই হাজার একরেরও বেশি বনাঞ্চল। দাবানলের সূত্রপাত পাহাড়ি এলাকায় হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে তা ছড়িয়ে পড়ে সমতলের কৃষি জমিতেও। পার্শ্ববর্তী শহর সান্তিয়াগোর পাহাড়ি এলাকায়ও আগুন ছড়িয়ে পড়ে। তবে সে অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল কর্মীরা।

এদিকে, চলতি বছরে ব্যাপক দাবানল সৃষ্টি হয়েছে কিউবার বনাঞ্চলে। দু’মাসে ৮০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে। এগুলো নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply