সাইবার প্রতারণার শিকার ধোনি-মাধুরী-শিল্পা, নকল ক্রেডিট কার্ড বানিয়ে কয়েক লাখ রুপি আত্মসাৎ

|

জনপ্রিয় ব্যক্তিদের নামে নকল ক্রেডিট কার্ড তৈরি করে প্রতারণার অভিযোগ অনেক দিনের। এবার এ প্রতারণার শিকার হলেন মহেন্দ্র সিংহ ধোনি, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত ও শিল্পা শেঠির মতো ব্যক্তিরা। তাদের নামে নকল ক্রেডিট কার্ড তৈরি করে কয়েক লাখ রুপি পর্যন্ত কেনাকাটা করেছে একটি চক্র। এরই মধ্যে এই চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুনের একটি ছোট প্রযুক্তি সংস্থা ‘ওয়ান কার্ড’র বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রথমে অনলাইন থেকে তারকাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের নামে নকল প্যান কার্ড তৈরি করে এ চক্র। এরপর তাদের নাম এবং ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করত তারা। সেই ক্রেডিট কার্ড থেকে এখন পর্যন্ত ২২ লক্ষ রুপি কেনাকাটা করার প্রমাণ পেয়েছে পুলিশ।

পুলিশ বলছে, প্রযুক্তি সংক্রান্ত এ কাজে বিশেষ পারদর্শী এ চক্রটি। তাই তাদের এ প্রতারণা ধরতে পারেনি ব্যাংক। ফলে সহজেই আড়ালে এ প্রতারণা চালিয়ে গেছে চক্রটি। বর্তমানে এ নিয়ে তদন্ত করছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাই এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply