সরকারকে বিতাড়িত না করলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: গণতন্ত্র মঞ্চ

|

সরকারকে বিতাড়িত করা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার (৪ মার্চ) সকালে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে এমন মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, এই সরকার দফায় দফায় বিদ্যুৎ এবং দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণকে অতিষ্ঠ করে চলছে। সরকার মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে চলছে বলেও জানান তারা। তাই সরকারকে পদত্যাগ করে, নির্দলীয় ও নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান বক্তারা।

তারা আরও বলেন, বিদেশিদের খুশি করতে বিভিন্ন ধরনের চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। কিন্তু দেশের মানুষের উন্নয়নের কথা ভাবছে না তারা। তাই আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করাই গণতন্ত্র মঞ্চের মূল উদ্দেশ্য বলে জানান তারা। পরে প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply