দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

|

৫ম এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতারের দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার যোগ দেবেন সম্মেলনের উদ্বোধনী পর্বে।

কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটি দোহায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা যায়, ৫ থেকে ৯ মার্চ দোহায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চাইবে। এই সম্মেলনে প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এলডিসি সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply