গাজীপুরে বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী ও ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী ও ভারতীয় শাড়ীসহ একজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

গতরাত (৪ মার্চ) গাজীপুর মহানগরের সদর থানাধীন দেশীপাড়া এলাকায় ভাওয়াল পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে অভিযান করে এসব মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোবারক আলী (২৯) ঠাকুরগাঁও জেলার সদর থানার কালীবাড়ী এলাকার মো. ইমদাদুল হকের ছেলে। সে উত্তরা আজমপুরে বসবাস করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ৭৫০ পিস শার্ট, ৩৮৮ পিস থ্রি পিছ, ৩৮ পিস শাড়ি, ৪৪ পিস ওড়না, ৬ হাজার ৫৬ জোড়া বিভিন্ন কালার ও সাইজের চুড়ি, ২ হাজার ৬৩৭ পিস বিভিন্ন সাইজের নেকলেস, টিকলি ৪৭৩ পিস, পায়ের নূপুর ৩০ পিছ, ৮০ প্যাকেট নাকফুল- যার প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৪ হাজার পিস, বিভিন্ন কালারের আংটি ৭৬১ পিস, লোশন (Rejuvina) ৬টি, লোশন (Hydravitals) ৪টি সহ আরও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এ চক্রটি কর ফাঁকি দিয়ে ট্রেনযোগে বিভিন্ন রকমের অবৈধ মালামাল এনে বিক্রি করছিল। এসব চোরাকারবারিসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযানসহ অন্যান্য অভিযান অব্যাহত আছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply