টাঙ্গাইলে একসঙ্গে আলু ও ভুট্টা চাষ; কমলো খরচ

|

টাঙ্গাইল করেসপন্ডেন্ট:

টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কৃষকরা একসঙ্গে আলু ও ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। কৃষি র্কমর্কতাদের পরার্মশে জমি তৈরি করে প্রথমে আলুর বীজ রোপন করেন তারা। এর এক মাস পর ওই জমিতে ভুট্টার বীজ রোপন করেন। এক সাথে দুই ফসল চাষ করায় সময় ও খরচ অনেকটাই কমেছে। এতে কৃষক অধিক লাভবান হচ্ছেন। তা দেখে অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন।

চাষিরা বলছেন, আলু ও ভুট্টা তোলার পর অন্য ফসল চাষেরও সুযোগ পাচ্ছেন তারা। আর পাইকাররা বলছেন, চাষিরা এবার নায্যমূল্য পাচ্ছেন। এদিকে, আবহাওয়া অনুকুলে থাকায় আলুর ফলনও ভালো হয়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতিতে চাষাবাদ খুবই লাভজনক। জমি ও ফসলের পরির্চযা সর্ম্পকে পরার্মশ দিচ্ছেন তারা।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, আলুর সাথে সাথী ফসল হিসেবে ভুট্টা চাষ হচ্ছে। আগে আলু আসবে, পরে ভুট্টা তুলবে।

মাঠ পর্যায়ে এ ধরনের চাষাবাদের পদ্ধতির সাথে অনেকে পরিচিত হচ্ছে। মাঠ থেকে আলু সংগ্রহের জন্যে আসা ব্যবসায়ীরা বলছেন, এই পদ্ধতিতে ভালো ফলন হয়। নায্যমূল্যও পাচ্ছেন চাষীরা।

সমন্বিত এ পদ্ধতি সম্প্রসারণ হলে কৃষক চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আলু ও ভুট্টা উঠিয়ে নতুন আরও একটি ফসল আবাদ করার সুযোগ পাবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply