সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ১৬ জনের নামে মামলা

|

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করেছেন নিহত এক শ্রমিকের স্ত্রী। আসামির তালিকায় রয়েছেন সীমা অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দীন এবং তার দুই ভাই আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীন।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে মামলাটি করেন রোকেয়া বেগম। গত শনিবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে সীতাকুণ্ডের কদমরসুলের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে উঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনে। পরদিন রোববার দুপুর বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply