ইমরান খানের ভাষণ সম্প্রচার করা যাবে কিনা- এ ইস্যুতে আজ (৭ মার্চ) লাহোর হাইকোর্টে শুনানি। সোমবার, জাতীয় গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ- পেমরা’র এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ডন’র খবর।
রোববার (৫ মার্চ) নিজ বাসভবনের সামনে রাখা ভাষণে সাবেক সেনাপ্রধানকে তুলোধুনো করে ইমরান খান বলেন, বর্তমান সরকারের তোষামোদি করাই সেনাবাহিনীর কাজ। তিনি আরও বলেন, দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদ লুটপাট করছে শাহবাজ সরকার।
এরপরই, ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। একইসাথে জানায়, ইমরান খানের রেকর্ডকৃত বক্তব্যও প্রচার করা যাবে না। পেমরা’র দাবি, ভাষণে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তিনি। ইমরানের উসকানিমূলক বক্তব্যের কারণে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে। সংবাদে ঐ ভাষণ দেখানোর কারণে বাতিল করা হয়েছে ‘এআরওয়াই নিউজ’র লাইসেন্স। গেলো বছরও, ইমরান খানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আরও পড়ুন: ইমরান খানের বক্তব্য প্রচার, পাকিস্তানে এআরওয়াই টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত
/এম ই
Leave a reply