ফল বিপর্যয়ের সমাধান হয়নি, রাবির উর্দু বিভাগে ফের তালা

|

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

ফলাফল বিপর্যয়ের সমাধান না হওয়ায় বিভাগে তালা দিয়ে ফের অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাত শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে উর্দু বিভাগের সামনে এ অবস্থান নেয় শিক্ষার্থীরা।

তাদের দাবি, শিক্ষকরা তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন। বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ১০৪ নম্বর কোর্সের ফলাফলে ছিল নানা অসঙ্গতিতে ভরপুর। আমরা উক্ত ফলাফলের পুনর্মূল্যায়ন চাই। পুনর্মূল্যায়ন না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে শিক্ষকরা বলছেন, ফলাফল নিয়ম অনুযায়ী হয়েছে। শিক্ষার্থীদের এটা বুঝাতে আমরা বরাবরই ব্যর্থ হচ্ছি। সর্বশেষ একই দাবিতে ৫ ডিসেম্বর আমরণ অনশনে বসেন উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনার কোনো সুরাহা করেনি প্রশাসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply