নতুন প্রধানমন্ত্রী পেলো কাতার

|

আলজাজিরা থেকে নেয়া ছবি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে নিয়োগ করেছেন। খবর আলজাজিরার।

মঙ্গলবার (৭ মার্চ) আমির ই দিউয়ানে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হবেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন শেখ মোহাম্মদ। এর আগে, প্রায় সাড়ে তিন বছর সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশরের অবরোধকালে তিনি কাতারকে পথ দেখান।  

এছাড়া বেশ খানিকটা পরিবর্তন এসেছে দেশটির মন্ত্রীসভায়ও। কাতারের আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply