৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। সদ্য সমাপ্ত বিপিএলের মতোই খেলোয়াড়দের আগ্রাসী ব্যাটিং করার আহ্বান জানিয়েছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। তিনি জানান, স্কোয়াডে বড় পরিবর্তন আনা বাংলাদেশ আক্রমণাত্বক ক্রিকেট খেলতে চায়। সেই ফর্মুলাতে পুরো দল নিয়ে অনুশীলনে পাওয়ার হিটিং করেছেন সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও দিয়েছেন ভয়ডরহীন ক্রিকেট খেলার ছাড়পত্র। তিনি বলেন, সবাই টি-টোয়েন্টিতে রান দেখতে চায়। দর্শকরাও মাঠে আসে এই কারণেই। আমরা সেভাবেই প্রস্তুত হতে চাই। আজ ছেলেদের বলেছি, ভয়ডরহীন ক্রিকেট খেলতে। যারা নতুন তাদের বলবো বিপিএলে তোমরা যেমন ব্যাটিং করে সুযোগ পেয়েছো সেটাই করে দেখাও। কোনো চাপ নেই।
টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে চায় বিসিবি। সিনিয়রদের পর এখন দল তারুণ্য নির্ভর। স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে আগে কখনই দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। একমাত্র ম্যাচে আরব আমিরাত বিশ্বকাপে ২০২১ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার ফলাফলের কথা না ভেবে চ্যাম্পিয়নদের মতোই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে চায় স্বাগতিকরা। নেটে দলের নতুন ক্রিকেটাররা মন জয় করেছে কোচের।
চান্দিকা হাথুরুসিংহে আরও বলেন, আমি নতুনদের ম্যাচ দেখিনি। কিন্তু নেটে তাদের দেখে আমি দারুণ খুশি। এখন মাঠে তার প্রতিফলন দেখানোর পালা। দলে যেহেতু এক ঝাঁক তরুণ ক্রিকেটার আছে, তাই ফিল্ডিং খুবই ভালো হবে। তাদের গতি আছে, মাঠের অনুশীলনে তার ঝলক দেখিয়েছে ছেলেরা।
এই বছরই আছে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু ‘২৪ সালে আরও একটি টি-টােয়েন্টি বিশ্বকাপ হবে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এখন থেকেই টি-টোয়েন্টি ম্যাচগুলোতে তার প্রস্তুতি নিতে চান কোচ।
/আরআইএম
Leave a reply