রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আহত মোহাম্মদ মুসা (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে মারা গেছেন। এনিয়ে এ দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, মুসার শ্বাসনালীসহ শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল। এর আগে, ওই ভবন থেকে মঙ্গলবার ১৮ জনের এবং বুধবার ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি আহত হন। এ দুর্ঘটনায় আহত ৩০ জনের বেশি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এএআর/
Leave a reply