খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতে আসতে হবে: দুদকের আইনজীবী

|

ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে তাকে আদালতে আসতে হবে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে তিনি এ কথা জানান। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার আবেদন স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে।

আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে নিবার্হী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ। বিএনপির চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা। এই আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছালেও তা এখন পর্যন্ত আইনমন্ত্রীর হাতে আসেনি বলে মতামত দেয়া বাকি রয়েছে। মতামত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা কার্যকর করবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এবারও আগেরবারের মতো তিনি মতামত দেবেন। অর্থাৎ সাজা স্থগিত হবে খালেদা জিয়ার। দেশেই তার চিকিৎসা করতে হবে এবং রাজনীতি করতে পারবেন না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply