‘হংকং ফ্লু’তে প্রথম মৃত্যু দেখলো ভারত

|

ভারতে হানা দিয়েছে ‘হংকং ফ্লু’। এইচথ্রিএনটু নামের এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত হাসান (৮২) দেশটির কর্ণাটক এবং অপরজন হরি গৌড় হরিয়ানা রাজ্যের বাসিন্দা। খবর এনডিটিভির।

সংবাদ সূত্র বলছে, ভারতে এই ভাইরাসটি ‘হংকং’ ফ্লু নামেই পরিচিত। আক্রান্ত দুইজনের মৃত্যুর আগে কোভিডের মতো উপসর্গ ছিল। এ পর্যন্ত দেশটিতে ৯০ জনের মধ্যে এ ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। ৯ জনের শরীরে হংকং ফ্লু শনাক্ত করা হয়েছে।

রোগটিকে অত্যন্ত সংক্রামক বলছেন চিকিৎসকরা। তাদের মতে, আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, হাঁচি, শীতভাবের মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি শরীর ও গলা ব্যথা, মাথা ঘোরা এবং ডায়রিয়ার মতো লক্ষণও থাকতে পারে। এক সপ্তাহ পর্যন্ত এসব লক্ষণ থাকতে পারেও বলে জানান তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply