তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|

রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনি পাড়ার একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিমান বাহিনীর একটি দল ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৩ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে এ আগুন লাগে বলে জানা যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে, এতে কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া এখন পর্যন্ত কারও হতাহতের খবরও এখনও জানা যায়নি।

জানা গেছে, বস্তিতে প্রায় ২ থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষজন বস্তিটিতে থাকেন। বস্তিটিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply