মহারাষ্ট্রে ন্যায্য মূল্যের দাবিতে পেঁয়াজ চাষীদের পদযাত্রা

|

দ্য ইকোনমিক টাইমস থেকে সংগৃহীত ছবি।

পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। বিক্ষোভের অংশ হিসেবে নাসিক জেলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ২০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তারা। খবর দ্য ইকোনমিক টাইমসের।

কৃষকদের দাবি, পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র দুই থেকে চার রুপি। ফলে মাঠ থেকে ফসল তুলতেও আগ্রহী নন অনেক চাষী। এতো কম দামে পেঁয়াজ বিক্রি করে মাঠের শ্রমিকদের খরচই তুলতে পারবেন না বলে জানিয়েছেন কৃষকরা। রফতানি নিয়েও রয়েছে নানা অভিযোগ। আশঙ্কাজনক এ দরপতনে ক্ষুব্ধ অনেক পেঁয়াজ চাষীই পুড়িয়ে দিচ্ছেন তাদের পেঁয়াজ। জরুরি ভিত্তিতে পেঁয়াজ চাষীদের পক্ষে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান তাদের।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই আকস্মিকভাবে পেঁয়াজের দাম কমতে শুরু করে ভারতে। লোকসান পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তার প্রস্তাব দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন কৃষকরা। বিশ্লেষকরা বলছেন, অন্য রাজ্যে পেঁয়াজ উৎপাদন ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ার কারণেই পেঁয়াজের আকস্মিক এ দরপতন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply