উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব সিক্সটিনের খেলায় সহজ জয় পেয়েছে নাপোলি। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে নিজেদের জায়গা করে নিয়েছে ইতালিয়ান লিগ টপাররা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভিক্টর ওসিমহেনের গোলে এগিয়ে যায় নাপোলি। বিরতি থেকে ফিরে এই নাইজেরিয়ান স্ট্রাইকার আবারও গোল করলে স্কোর লাইন হয় ২-০। ডি লরেঞ্জোর অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান তিনি। আর খেলার ৬৪ মিনিটে পিওটর জেলেনস্কির স্পট কিক থেকে বড় জয় নিশ্চিত হয় নাপোলির।
এএআর/
Leave a reply