কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১১

|

ছবি : সংগৃহীত

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১১ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ভেতরে আটকা পড়ে আছেন আরও ১০ জন। তাদের উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, বোগাতা থেকে ৪৬ মাইল উত্তরের প্রত্যন্ত এক এলাকায় অবস্থান খনিটির। মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় রাতে হয় বিস্ফোরণ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের ফলে আটকে যায় খনির মুখ। ৭ জন বেরিয়ে আসতে সক্ষম হলেও, আটকা পড়ে বাকিরা। বুধবার (১৫ মার্চ) উদ্ধারকর্মীরা বের করে আনেন দুই জনকে। উদ্ধারে অভিযানে জরুরি বিভাগের সাথে কাজ করছে সেনা সদস্যরা। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।

কলম্বিয়ায় বেআইনিভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্বর্ণ ও কয়লা খনিতে উত্তোলনের কাজ করে অনেক প্রতিষ্ঠান। মানা হয় না সুরক্ষা আইন। তাই প্রায় নিয়মিত হয় ভয়াবহ দুর্ঘটনা। ২০১০ এ এক খনি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৭৩ শ্রমিকের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply