ভূমিধসে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

সপ্তাহজুড়ে টানা বর্ষণের ফলে ভূমিধস দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। বুধবার (১৫ মার্চ) দুর্ঘটনা এড়াতে প্রায় ২১ হাজার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। খবর ফক্স ওয়েদারের।

জানা গেছে, ভারী বৃষ্টিপাতে সান ক্লিমেন্ট, অরেঞ্জ কাউন্টিসহ বেশ কয়েকটি শহরে দেখা দিয়েছে ভূমিধস। এ ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান চালায় অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস কর্মীরা। ঝুঁকিতে থাকা তিনটি ভবন থেকে সরিয়ে নেয়া হয় স্থানীয়দের। পাশাপাশি জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

ক্যালিফোর্নিয়া আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ১১৩ কি.মি. বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকেই তুষারঝড়, ভুমিধস ও প্রবল বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি শহর।বন্যায় প্লাবিত রাজ্যটির বেশিরভাগ রাস্তাঘাট। এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ২০ জনের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply