সুপ্রিম কোর্ট বারে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে, আজও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

|

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। আর ভোট গণনা শুরু হবে রাত ৯টায়।

তবে, নির্বাচন নিয়ে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান এখনও চলছে। নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন এপিবিএনের সদস্যরাও।

গতকাল বুধবার হট্টগোল-হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে ভোটগ্রহণের পর দ্বিতীয় দিনেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে আদলত প্রাঙ্গণে। নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হট্টগোলের সৃষ্টি হয়।

বুধবার ২ হাজার ২১৭ আইনজীবী ভোট দিয়েছেন বলে জানান আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক খান মোহাম্মদ শামীম আজিজ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply