পেরুতে সাইক্লোন ও বন্যায় প্রাণহানি কমপক্ষে ৬

|

সাইক্লোনের তাণ্ডবের পর প্রলয়ংকারী বন্যায় বিপর্যস্ত লাতিন দেশ পেরু। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ঘূর্ণিঝড় ইয়াকু আঘাত হানার পরই জরুরি অবস্থা জারি করেছে পেরু সরকার। বন্যা-ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ল্যামবায়েক, পিউরা ও তুম্বেস এলাকা। ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। মিলছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, চলতি বর্ষা মৌসুমে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ জন।

গেলো বছরই, প্রেসিডেন্ট পদ থেকে পেদ্রো কাস্তিলোকে হঠানোর পর রাজনৈতিকভাবে টালমাটাল লাতিন দেশটি। এবার নতুনভাবে পড়লো দুর্যোগের কবলে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply