চীনা হুমকির মুখেই বিশাল সামরিক মহড়া তাইওয়ানের

|

চীনের হামলা-হুমকি ঠেকাতে বিশাল পরিসরে সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার (২৩ মার্চ) তাওইয়ান ইর্ন্টান্যাশনাল এয়ারপোর্টে ছিল এ কর্মসূচি। খবর রয়টার্সের।

দ্বীপপুঞ্জের নিকটস্থ সাগরে কসরত প্রদর্শন করে উভচর যান। সেগুলো সমুদ্রতটে উঠলে ট্যাংক এবং ভারী সমরাস্ত্রের মাধ্যমে শত্রুকে মোকাবেলা করার প্রশিক্ষণে মেতে ওঠে সেনাদল। তাছাড়া রাজধানী তাইপে’র ওপর বেশ কয়েকবার চক্কর দেয় চারটি অ্যাপাচি হেলিকপ্টার।

গত কয়েক বছরে, চীন-তাইওয়ানের বিবাদ পৌঁছেছে তুঙ্গে। তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে চীন। অন্যদিকে গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী তাইপে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply