পুলিশ কর্মকর্তা হত্যার আসামি দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির রেড নোটিশের তালিকায় তিনি ৬৩তম বাংলাদেশি।
ইন্টারপোলের ওয়বসাইটে প্রকাশিত রেড নোটিশে তার নাম লেখা হয়েছে রবিউল ইসলাম। বয়স ৩৫ বছর। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি। আর জন্মস্থান বাগেরহাট। খুনের দায়ে তার বিরুদ্ধে এই নোটিশ বলে জানানো হয়।
এর আগে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।
ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন তিনি। দেশের ক্রীড়া ও বিনোদন জগতের বেশ কয়েকজন তারকাকে দিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করা হবে, এমন ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন রবিউল ইসলাম।
গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম ২০২০ সালে পালিয়ে গিয়ে নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন ‘আলাদিনের চেরাগ’।
/এমএন
Leave a reply