বিশ্বকাপের চেয়ে বেশি দুঃসাহসী মরক্কো; ব্রাজিলকে রেগ্রাগির হুমকি

|

মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্বকাপের সাড়া জাগানো দল মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। এক ঝাঁক নতুন তারকা নিয়ে স্কোয়াড সাজিয়েছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস। এদিকে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি ব্রাজিলকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। বলেছেন, বিশ্বকাপের চেয়েও এখন বেশি দুঃসাহসিক ফুটবল খেলবে মরক্কো। স্পোর্টস্টারের খবর।

মরক্কোর উত্তরের শহর টাঙিয়ারের ইবনে বতুতা স্টেডিয়াম এখন ব্রাজিল-মরক্কো ম্যাচের প্রহর গুনছে। এক ঝাঁক নতুন তারকা নিয়ে স্কোয়াড সাজিয়েছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস। তবে বিশ্বকাপে খেলা দলটির প্রায় অর্ধেক ফুটবলারকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। থিয়াগো সিলভা ইনজুরিতে পড়ায় দলকে নেতৃত্ব দেবেন ক্যাসেমিরা। গত মাসে অ্যাংকেলের ইনজুরির কারণে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে চেলসির এই ডিফেন্ডারকে।

ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস। ছবি: সংগৃহীত

তবে কোনো সমালোচনা, কোনো ইনজুরিই মেনেজেসের চিন্তায় নেই। চিন্তায় আছে কেবল মরক্কো ম্যাচ আর দলীয় পরিকল্পনা। তিনি বলেন, আমাকে পুরো দল যেভাবে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত। অসাধারণ সব ফুটবলার আছে দলটিতে। আমি ক্যাসেমিরো’সহ সবার সাথে কথা বলেছি যে, ব্রাজিলের হয়ে খেলা কতটা গুরুত্বপূর্ণ, কতটা অহংকারের। তবে আমি আমার ধরন বদলাচ্ছি না। অনূর্ধ্ব-২০ পর্যায়ে যেভাবে দলকে পরিচালনা করতাম, জাতীয় দলকেও সেভাবে ছন্দে রাখতে চাই। শুরুতেই বড় বাধা মরক্কো, নিশ্চয় দারুণ কিছু হবে।

কিন্তু সেই কাজ যে সহজ নয়, সেটি জানে ফুটবল বিশ্ব। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পথে স্পেন-পর্তুগালকে হারানো মরক্কো এবার দেখছে আরও বড় স্বপ্ন। শুক্রবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি বলেন, ব্রাজিলের বিপক্ষে কোনো ম্যাচই সহজ নয়। নেইমার নেই তো কি হয়েছে! অসাধারণ সব খেলোয়াড় সবসময় থাকে তাদের। ওরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে আমরা সমর্থকদের সামনে আরও ভাল ফুটবল খেলতে চাই। বিশ্বকাপের চেয়েও ভাল ছন্দে রয়েছে আমার দল। আমরা অবশ্যই চমক দেখাতে চাই।

মরক্কোর কোচ আরও বলেন, ব্রাজিলের বিরুদ্ধে আমরা নিজেদ্রে পরিচয় ভুলে যাবো না। বিশ্বকাপে আমরা যেসব ঝুঁকি নিতে পারিনি, সেসবও এই ম্যাচে দেখা যেতে পারে। বিশ্বকাপে কোনো ভুলের অনেক বড় মাশুল গুনতে হয়। এই ম্যাচটি প্রীতি ফুটবল। তাই আমরা আরও দুঃসাহসিক ফুটবল খেলতে পারি, যা বিশ্বকাপে সম্ভব হয়নি। আর দর্শক হবে আমাদের দ্বাদশ খেলোয়াড়। প্রথমবারের মতো ব্রাজিলকে হারানো হবে দুর্দান্ত ব্যাপার। এই অর্জন সম্পন্ন হলে অবশ্যই তা উদযাপন করা হবে। তবে হেরে গেলে কোনো পার্টি নয়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply