সন্তানের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কবরের গায়ে কিউআর কোড

|

ছবি: সংগৃহীত

মৃত্যুর পর সন্তানের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ছেলের কবরের পাথরের গায়ে কিউআর কোড বসিয়েছেন এক দম্পতি। খবর এনডিটিভি’র।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার ত্রিশুরের একটি গির্জায়।

মারা যাওয়া ব্যক্তির নাম আইভিন ফ্রান্সিস। ২৬ বছর বয়সের এ তরুণ পেশায় ছিলেন একজন ডাক্তার। ডাক্তারি ছাড়াও তার বিভিন্ন বিষয়ে শখ ছিল। যেমন পড়াশোনার পাশাপাশি তার সঙ্গীতের প্রতি ছিল প্রবল টান। কিবোর্ড ও গিটারবাদক হিসেবেও তার খ্যাতি ছিল বেশ। একইসাথে খেলাধুলার জগতেও তার বেশ সুনাম ছিল। ২০২১ সালে ব্যাডমিন্টন খেলতে খেলতেই মৃত্যু হয় আইভিনের। তাই তো ছেলে আইভিনের এতসব কীর্তি সকলের সামনে তুলে ধরতে তার কবরে কিউআর কোড বসিয়েছেন ওই দম্পতি।

যাতে করে লোকেরা কিউআর কোডটি স্ক্যান করে তার এসব কীর্তির ভিডিও দেখতে পারে। তবে তার আগে আইভিনের বাবা-মা ছেলের সমস্ত কাজ সম্বলিত একটি ওয়েব পেজ ডিজাইন করেছেন যা কিউআর কোডের সাথে লিঙ্ক করেছেন।

কিউআর কোডের সাথে আইভিনই তাদেরকে পরিচিত করিয়েছিল। এ প্রসঙ্গে আইভিনের বাবা জানান, আমার ছেলে কোনও তথ্য জানতে হলে অনেক সময় কিউআর কোড পাঠাত। সেগুলি স্ক্যান করেই আমি নানা বিষয়ে জানতে পারতাম। তবে ছেলের কবরে যে তাদের কখনও সেই কিউআর কোডই বসাতে হবে সে বিষয়ে কখনও ভাবতে পারিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply