আমদানি নির্ভরতা কমাতে ফরিদপুরে স্থানীয় পর্যায়ে উৎপাদিত হচ্ছে পাটবীজ

|

পাট বীজের আমদানি নির্ভরতা কাটিয়ে উঠার চেষ্টা চলছে। বীজের উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ করা হচ্ছে ফরিদপুরের কৃষকদের। কৃষি অধিদফতরের তদারকিতে প্রশিক্ষণপ্রাপ্তরা বীজ উৎপাদন করছেন। নতুন জাতের এই বীজে পাটের উৎপাদন বেড়েছে। লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা।

পাট চাষে বর্তমানে শীর্ষ অবস্থানে আছে ফরিদপুর জেলা। পাট উৎপাদনের জন্য বিদেশি বীজের উপর নির্ভর করতে হতো জেলার চাষীদের। এ পরিস্থিতিতে দেশি বীজের বাজার সমৃদ্ধ করতে চায় সরকার। ফলে এ নিয়ে উদ্যোগ নেয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে পাট বীজ উৎপাদনে সফলতা আসছে। উদ্ভাবিত নতুন বীজে পাট উৎপাদনে খরচও কম। সামান্য পরিচর্যা ও পরিমিত সার প্রয়োগ পাওয়া যায় আশানুরুপ ফলন।

এই নতুন জাতের পাট বীজ অন্য ফসলের সাথেও রোপন করা যায়। প্রতি শতক জমিতে প্রায় ৩ কেজি বীজ উৎপাদিত হয়। যা দিয়ে ৪ বিঘা জমিতে পাট চাষ করা যায়। বীজ উৎপাদন ও সংরক্ষণে স্থানীয় কৃষকদের সহায়তা করছে কৃষি অধিদফতর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply