নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার আশা প্রায় শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। বাছাইপর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে কিউইদের বিপক্ষে সব ম্যাচ জিততে হতো লঙ্কানদের।
তিন ম্যাচ সিরিজ থেকে লঙ্কানদের দরকার ছিল ৩০ পয়েন্ট। সেখানে তারা পেয়েছে কেবল ৫ পয়েন্ট। ওয়ানডে সুপার লিগের ২৩ ম্যাচ খেলে দাসুন শানাকার দলের সংগ্রহ ৮২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তারা ৯২ পয়েন্ট নিয়ে উঠে আসবে ৮ নম্বরে। কিন্তু সেই জায়গা ধরে রাখা কঠিন হবে তাদের।
৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে দশে। তাদের বাকি থাকা দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জিতলেই ৯৮ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাছাই খেলতে হবে শ্রীলঙ্কারও।
/আরআইএম
Leave a reply