বাংলাদেশ-ভারতের মধ্যে যারা ফাটল ধরাতে চায়, তারা ষড়যন্ত্র করছে: আমু

|

যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরাতে চায়, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বুধবার (২৯ মার্চ) সকালে জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা শুধু মুক্তিযুদ্ধের নয় মাসের সময়টাতে নয়; ষাটের দশক থেকে এই সম্পর্কের শুরু। যা পরবর্তীতে আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশে যারা এখনও স্বাধীনতা মেনে নিতে পারে না, তারাই এই সম্পর্কের অবনতি চায়। এসব রাজনৈতিক বিষয়কে সামনে নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে।

এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা জানান, ভারত আর বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, উন্নয়ন সহযোগীও বটে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply