শুরুতেই ব্যাকফুটে আইরিশরা

|

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। অলরাউন্ডার মিলিয়ে ছয় বোলার নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে শুরুতেই আইরিশদের চাপে ফেলেছে টাইগার পেসাররা। দুই আইরিশ ওপেনার মারে কামিন্স ও জেমস ম্যাককলামকে প্যাভিলিয়নের পথ দেখান টাইগার পেসার শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচের একাদশ থেকে ৩ পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। চোটের জন্য নেই জাকির হাসান ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। তাদের অনুপস্থিতিতে প্রত্যাশিতভাবেই ফিরেছেন বাংলাদেশ দলের প্রথম পছন্দের ওপেনার তামিম ইকবাল ও গতিময় পেসার ইবাদত হোসেন। তাসকিনের চোটে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশে অন্তত ছয়টি অভিষেক ছিল অনিবার্য। কারণ তাদের স্কোয়াডে দেশটির হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল স্রেফ পাঁচ জনের। এর মধ্যে জর্জ ডকরেলকে নেয়া হয়নি এই ম্যাচে। ফলে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে ৭ জনের।

ছবি: সংগৃহীত

শুরুতে ব্যাটিংয়ে নেমে টাইগার পেসারদের সামনে ধুঁকতে থাকে আইরিশ ব্যাটাররা। ইনিংসের ৫ম ওভারেই আসে সফলতা। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের স্ট্যাম্প তাক করে করা ফুল লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি আইরিশ ওপেনার মারে কামিন্স। ব্যাটের কানা ফাঁকি দিয়ে বল প্যাডে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। উদ্বোধনী জুটিতে সঙ্গী জেমস ম্যাককলামের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান কমিন্স। ভাঙে ১১ রানের জুটি। ব্যাক্তিগত ৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপরেই উইকেটে থিতু হতে থাকা আরেক আইরিশ ওপেনার জেমস ম্যাককলামকে ফেরান ইবাদত হোসেন। ইবাদতের অফ স্ট্যাম্পের বাইরের একটু বাড়তি বাউন্স করা বল ঠিক মতো খেলতে পারেননি আইরিশ ওপেনার। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে, নাজমুল হোসেন শান্তর কাছে। দ্বিতীয় চেষ্টায় বল মুঠোয় জমান তিনি। ১টি চারের সাহায্যে ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ম্যাককলাম।

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৬ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক অ্যাডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply