ঘুষ নেয়ার সময় উপ-কর কমিশনার হাতেনাতে আটক

|

১০ লাখ টাকা ঘুষ নেয়ার সময় উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন। জানিয়েছেন, রাজশাহীতে আয়কর অফিসে একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। প্রথম কিস্তি হিসেবে আজ ১০ লাখ টাকা দেন। এ টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

দুদক সচিব আরও জানান, দুদকের রাজশাহী জেলা কার্যালয় থেকে ফাঁদ কার্যক্রম পরিচালনা করাকালীন এই অভিযোগ পায় তারা। অভিযোগের সত্যতা খুজতে দুদক উপ-পরিচালক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে গেলে হাতেনাতে ধরা পড়ে মহিবুল। পরবর্তীতে মামলা দায়ের করে আসামিকে আদালতে তোলার কথা জানানো হয় ব্রিফিংয়ে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply