বিধ্বস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করছে ইউক্রেন, আবারও শুরু হবে রফতানি

|

রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল হচ্ছে আবারও। ফলে দীর্ঘ ছয় মাস পর ফের বিদ্যুৎ রফতানি করতে যাচ্ছে দেশটি। খবর বিবিসির।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশেংকো জানিয়েছেন এ তথ্য। এ সময় প্রযুক্তিবিদদের প্রশংসা করেন জ্বালানি মন্ত্রী। আন্তর্জাতিক মিত্রদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

গত অক্টোবরে একের পর এক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় রাশিয়া। এতে ব্ল্যাকআউটের শিকার হয় বহু এলাকা। বিকল্প ব্যবস্থায় সংযোগ চালু হলেও নিয়মিত লোডশেডিংয়ের শিকার হয় অঞ্চলগুলো। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ রফতানিও।

বর্তমানে বেশিরভাগ কেন্দ্রের সংস্কার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। অতিরিক্ত বিদ্যুৎও উৎপাদিত হচ্ছে। দেশটির ইলেক্ট্রিসিটি নেটওয়ার্ক ইউক্রেনারগো জানায়, দেশটির বিদ্যুৎ স্থাপনাগুলোয় ১২০০ এরও বেশি মিসাইল ছুড়েছে মস্কো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply