ইন্দোনেশিয়ায় মৃত তিমি, বালির সমুদ্রতটে দেখতে উৎসুক মানুষের ভিড়

|

বাঁচানো গেলো না ইন্দোনেশিয়ার সমুদ্রে উপকূলে আটকা বিশালাকার তিমিকে। নমুণা পরীক্ষা শেষে রোববার (৯ এপ্রিল) প্রাণীটিকে মাটিচাপা দেয়া হবে। খবর রয়টার্সের।

এ তথ্য জানিয়েছে দেশটির বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ রক্ষাকারী বিভাগ। তারা জানায়, গেল বুধবার বালি সমুদ্রতটে ভেসে আসে একটি পুরুষ স্পার্ম তিমি। সেসময়ও জীবিত ছিলো প্রাণীটি। পুনরায় সাগরে ফেরত পাঠানোর চেষ্টা চালায় স্বেচ্ছাসেবীরা। বিশালাকার তিমি দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। সেটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সংগ্রহ করা হয়েছে নমুনা, চলছে পরীক্ষা-নিরীক্ষা।

চলতি মাসেই বালির সমুদ্রতটে ভেসে আসে ১৮টি তিমি। যার মধ্যে তিনটি প্রাণীর মৃত্যু হয়। এরজন্য সমুদ্রে হওয়া দূষণকে দায়ী করছেন পরিবেশবিদরা। এই অঞ্চলের গভীর সমুদ্রে গবেষণা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply