অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শক্তিশালী দৃষ্টান্ত গড়বে বাংলাদেশ, প্রত্যাশা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

|

পরবর্তী জাতীয় নির্বাচনে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু ভোটের একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন।

এ সময় ব্লিনকেন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বেশ দৃঢ় হয়েছে। রোহিঙ্গা শরণার্থীর প্রতি বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ। একইসাথে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। বর্তমান শক্তিশালী সম্পর্ক, আগামী ৫০ বছরে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে করণীয় বিষয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply