পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা, আহত অন্তত ২০০ ফিলিস্তিনি

|

আল আকসার পর এবার উত্তপ্ত দখলকৃত পশ্চিম তীর। সোমবার (১০ এপ্রিল) ফিলিস্তিনিদের ওপর ব্যাপক আগ্রাসন চালায় ইসরায়েলি বাহিনী। তাতে আহত হয়েছেন প্রায় ২০০ ফিলিস্তিনি নাগরিক। নিহত হয়েছে এক কিশোরও। খবর আনাদুলু ও কিউএনএ এর।

এ দিন অবৈধ বসতির স্বীকৃতি দাবি করে বিশাল র‍্যালি বের করে ইসরায়েলিরা। দখলকৃত পশ্চিম তীরের বেইটা এলাকা থেকে নাবলুসের দিকে মিছিল নিয়ে যায় হাজার-হাজার ইহুদি। তাতে যোগ দেন বেশ কয়েকজন মন্ত্রীও। এদিন বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরাও। ইট-পাটকেল ছুড়ে প্রতিবাদ জানান অনেকে। আর এর জবাবে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোঁড়ে ইসরায়েলি সেনারা।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইহুদি হামলায় আহত হয়েছে প্রায় ২০০ ফিলিস্তিনি। এতে দুই ইসরায়েলি আহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। অন্যদিকে জেরিকোয় বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুলিতে নিহত হয় এক কিশোর।

চলতি বছর ইসরায়েলি সেনাদের হামলায় ৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মৃত্যু হয়েছে ১৯ ইসরায়েলির।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply