নবাবগঞ্জে বাঙ্গি চাষে লাভবান কৃষকরা, তবে সড়কের বেহাল দশায় বিড়ম্বনা

|

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাভিটায় বাঙ্গি চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় চাষিরা। প্রতিদিন শত শত নৌকা ভর্তি বাঙ্গির বেচাকেনা হয় ভাঙ্গাভিটা হাটে। প্রতিদিন ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ থেকে শত শত ব্যবসায়ী বাঙ্গি কেনার জন্য ভিড় জমান।

তবে, ভাঙ্গাভিটা গ্রামের তিনদিকে ইছামতি নদী আর একটিমাত্র কাঁচাসড়ক। সড়কটির বেহাল দশায় বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ী ও কৃষকরা। তারা বলছেন, সড়ক অবকাঠামো ভালো হলে ব্যবসার পরিধি আরও বাড়বে। একটু বৃষ্টি হলেই সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা সড়ক ও সেতু সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

ভাঙ্গাভিটায় ডিসেম্বর থেকে মে পর্যন্ত বাঙ্গি চাষ হয়। বাকি সময় আমন ধানের আবাদ চলে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply