প্রিন্ট মিডিয়ার অনলাইনে ভিডিও সম্প্রচার বিধিবিধান পরিপন্থি: ডিএফপি

|

ছবি: সংগৃহীত

প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো নিউজ বুলেটিন, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থি বলে জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি)। এমতাবস্থায় যথাযথ বিধি-বিধান অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএফপি অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কোনো কোনো সংবাদপত্র মুদ্রিত গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদন গ্রহণ করে তাদের অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। এ ধরনের সংবাদ সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্ত্বা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত। প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টকশো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় সংবাদপত্র পরিচালনা এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply