রাজশাহীতে র‍্যাব-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, ৭ গুড় কারখানাকে লক্ষাধিক জরিমানা

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে সাত ভেজাল গুড় কারখানাকে জরিমানা করা হয়েছে। ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন এবং বিপণন করার দায়ে কারখানাগুলোকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগা পাঁচপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী র‍্যাব-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী। অভিযানে সময় বিপুল পরিমাণ ভেজাল গুড়, চুন, হাইড্রেস, সোডা, ডালডা, গুড়ে ব্যবহার করা রঙ, ফিটকিরি ও চিনি জব্দ করা হয়।

যেসব কারখানাকে জরিমানা করা হয় সেগুলো হলো- মনা গুড় কারখানা, রতন গুড় কারখানা, কাজিম গুড় কারখানা, সবুজ গুড় কারখানা, রকি গুড় কারখানা, মিঠুন গুড় কারখানা ও আলাউদ্দিন গুড় কারখানা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply