নিউ সাউথ ওয়েলসে পরিচালিত এক মাদক বিরোধী অভিযানে ১৬ টন তামাক পুড়িয়েছে অস্ট্রেলিয়া পুলিশ ও কর বিভাগের কর্মকর্তারা। বুধবার (১২ এপ্রিল) সকালে চালানো হয় এ তল্লাশি। খবর দ্য ইকোনমিক টাইমসের।
পুলিশের দাবি, মুরগা শহরের একটি ব্যক্তি মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল গাঁজার চাষ। সে তথ্য পেয়েই চালানো হয় অভিযান। এছাড়াও এ অভিযানে জব্দ করা হয়েছে দুই কোটি ৮০ লাখ ডলারের অন্যান্য নেশাজাতীয় পণ্য। অবশ্য, কাউকে গ্রেফতার দেখানো হয়নি। তবে, চলছে তদন্ত।
প্রসঙ্গত, আবগারি লাইসেন্স ছাড়া অস্ট্রেলিয়ায় তামাক বা গাঁজা উৎপাদন করা বেআইনি। এজন্য, বিচারের মুখোমুখি হতে হবে অভিযুক্তকে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গঠিত হয় টোব্যাকো টাস্কফোর্স। যারা এখন পর্যন্ত ৪০০ টন অবৈধ তামাক ধ্বংস করেছে। আর, জব্দ করেছে ৭০ লাখের বেশি সিগারেট।
/এসএইচ
Leave a reply