পাবনায় প্রায় ৮৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

|

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে প্রায় ৮৬ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত একটার দিকে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে তা অমান্য করে দ্রুতগতিতে দাশুড়িয়ার দিকে পালিয়ে যায়। এ সময় তাদের পিছু নেয় অধিদফতরের সদস্যরা। একপর্যায়ে দাশুড়িয়া-নাটোর মহাসড়কের খান মঞ্জিলের সামনে একটি মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে সজোরে ধাক্কা মেরে গাড়ি থেকে লাফিয়ে অজ্ঞাতনামা দুইজন লোক পালিয়ে যায়।

পরে প্রাইভেটকার তল্লাশি করে তিন বস্তা থেকে প্রায় ৮৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply