মুখ্যমন্ত্রীর পোস্টার ছেড়ায় কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ নারীর

|

ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির পোস্টার ছিড়ে ফেলায় এক কুকুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী সমর্থক। পোস্টার ছেড়ার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগকারীর দাবি, কুকুরটিকে উস্কানি দিয়ে পোস্টার ছেড়ানো হয়েছে এবং ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও প্রচারকারীদের পাশাপাশি ওই কুকুরের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি রাজ্যের বিজয়ওয়াড়া থানায় এই অভিযোগ দিয়েছেন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টির সমর্থক দাসারি উদয়শ্রী। অভিযোগে বলা হয়েছে, ওই কুকুরকে গ্রেফতারে পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা এই ভিডিও ধারণের পেছনে আছে তাদেরও আইনের আওতায় নেয়ার দাবি জানানো হয়েছে।

উদয়শ্রীর দাবি, জগনমোহন রেড্ডির প্রতি তাদের শ্রদ্ধা আছে। কিন্তু অন্ধ্রপ্রদেশে কুকুর পর্যন্ত তাকে অপমান করছে, এটি মেনে নিতে পারছেন না তিনি।

উল্লেখ্য, পোস্টারটি মুখ্যমন্ত্রীর ‘জগনান্না মা ভবিষ্যথু’ নামে একটি সাম্প্রতিক কর্মসূচি। এর অর্থ জগনান্না আমাদের ভবিষ্যৎ। ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির একটি চলমান সমীক্ষা কর্মসূচি এটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply