ব্রাজিলে শিশুদের আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত ৪

|

ব্রাজিলে একটি শিশু আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। শুক্রবার (১৪ এপ্রিল) উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেসিফ শহরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও অন্তত ১৩ জন। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন এক নারী ও এক শিশু। পরবর্তীতে ফায়ার সার্ভিসের অভিযানে হাসপাতালে নেয়ার সময় প্রাণ হারায় আরও দুই শিশু।

এরই মধ্যে হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রেসিফের মেয়র জোয়াও ক্যাম্পোস। এ ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে সামাজিকভাবে অসহায় শিশু-কিশোরদের আশ্রয় দিয়ে আসছে এই আশ্রয়কেন্দ্র। ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা করারও আশ্বাস দিয়েছেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply