সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এবারের ঈদ যাত্রায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে আগামীকাল বিকেলে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল।
রেলওয়ে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত সোনার বাংলা ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকালকে এই ট্রেনে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রেনটি আগামী বুধবার চালানো হবে।
জানা গেছে, ওইদিন ট্রেনটি শিডিউলে ছিল না। বিশেষ বিবেচনায় ওইদিন যাত্রীরা বুধবার একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার এই ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন।
/এমএন
Leave a reply