হাওরে ৩০ ভাগ বোরো ধান কাটা সম্পন্ন: কৃষিমন্ত্রী

|

সুনামগঞ্জ প্রতিনিধি:

হাওরে ৩০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ বছর এক হাজার মেশিন বা কম্বাইন্ড হারভেস্টর হাওরে ধান কাটছে।

আগাম বন্যার সতর্কতা থাকায় বুধবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটা উৎসবের সূচনা করেন কৃষিমন্ত্রী। এসময় তার সাথে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, আগাম বন্যার কারণে কৃষকরা ফসল ঘরে তুলতে পারে না। এবার এসে খুব ভালো লাগছে। এবার মনে হয়, ধান কাটা যাবে। প্রায় ৩০ ভাগ ধান কাটা হয়েছে।

অন্যদিকে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, প্রকৃতির সাথে লড়াই করে হাওরে ধান ঘরে তোলা সম্ভব নয়। হাওরে আর মাটির বাঁধ নির্মাণ করা হবে না বলেও জানান তিনি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা বড় উড়াল সড়কের কাজ শুরু করেছি। সুনামগঞ্জের সাথে নেত্রকোনার সংযোগ স্থাপন করছি। আগামীতে আরও উড়াল সড়ক করবো যখন যেখানে প্রয়োজন হয়। হাওরে আর আমরা মাটির বাধ করবো না।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply