পঞ্চম দিনের মতো সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে চলছে সংঘাত। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, পাঁচদিনে অন্তত ২ হাজার ৬০০ জন আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে ১৮-১৯ এপ্রিল ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি কার্যকর করা হয় সুদানে। তবে অস্ত্রবিরতি সত্ত্বেও থেমে ছিল না হামলা-সহিংসতা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোলাগুলি আর বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অস্থিরতার মধ্যেই রাজধানী খার্তুম ছেড়েছেন কয়েক হাজার মানুষ।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ বলছে, সংঘাতের ফলে হাসপাতালগুলোতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং রক্তের অভাব দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। সে কারণে, মুমূর্ষু রোগীদের অস্ত্রোপচার করা অসম্ভব হয়ে পড়ছে দেশটিতে। সংশ্লিষ্টরা বলছেন, নর্থ দারফুরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও ১১ জনকে প্রাণে বাঁচানো যায়নি।
দেশটির সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে দীর্ঘদিন চলছিলো ক্ষমতার লড়াই। গত ১৫ এপ্রিল তা গড়ায় প্রাণঘাতী সহিংসতায়। টানা ৫ দিন ধরে দেশটিতে চলছে এ সংঘাত।
এসজেড/
Leave a reply